বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আমাদের সম্পর্কে

স্বাগতম

আমাদের সম্পর্কে কিছু কথা

তানভীর এগ্রো ফার্ম বগুড়া জেলায় অবস্থিত একটি সমন্বিত কৃষি খামার। যেখানে অর্গানিক পদ্ধতিতে মৎস্যচাষ, পশু-পাখি পালন, শাক-সবজি ও ফলফলারি সহ কৃষিজাত পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে ২০২৩ সালে মোঃ তানভীর হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত হয় এটি। আমাদের উদ্দেশ্য বেকারত্ব দূর করে কর্মসংস্থান তৈরি করা, বিষমুক্ত সতেজ মাছ-গোস্ত, শাক-সবজি ও ফলফলারি সহ নানারকম কৃষিজাত পণ্য সরাসরি ভোক্তার হাতে পৌছে দেওয়া এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা। আমাদের আধুনিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে টেকসই এবং পরিবেশ বান্ধব পদ্ধতির প্রচারের সাথে সাথে পণ্যের সর্বোচ্চ গুণমান নিশ্চিত করে থাকি।  কৃষির বিভিন্ন দিককে একীভূত করে, আমরা একটি ব্যাপক ব্যবস্থা তৈরি করেছি যা সম্প্রদায় এবং ভোক্তা উভয়ের জন্যই উপকৃত হয়।

পুষ্টিকর এবং নিরাপদ খাদ্যের বিকল্প প্রদানের নিষ্ঠার সাথে, তানভীর এগ্রো ফার্ম কৃষি খাতে উদ্ভাবনের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে।  কর্মসংস্থান সৃষ্টি এবং উচ্চ মানের পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তাদের প্রতিশ্রুতিতে বগুড়া অঞ্চল এবং এর বাইরে একটি মূল্যবান সম্পদ করে তুলেছে।


আধুনিক প্রযুক্তি ও গবেষণার উপর ভিত্তি করে উদ্ভাবনী পণ্য বিতরণ করে জাতির সেবা করা।
বিষ মুক্ত চাষ,আত্ননির্ভশীল সমাজ,কৃষি স্বনির্ভর বাংলাদেশ। এটাই আমাদের অংগীকার, শত ভাগ অর্গানিক ফসল উৎপাদন ও কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে আগামির প্রত্যয়ী ও উদ্দোমী কৃষি উদ্দোক্তা তৈরীই আমাদের লক্ষ।

মৎস্য চাষ প্রকল্প

স্মার্ট কৃষি বা আধুনিক কৃষি খামার

বর্তমানে আমরা এমন এক যুগসন্ধিক্ষণে অবস্থান করছি, যাকে সহজেই ‘চতুর্থ শিল্পবিপ্লব’ বা ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন’ বা ‘ফোর আইআর’ বা ‘ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো’র শুরুর লগ্ন বলা যেতে পারে। এমন পরিস্থিতিতে কৃষি খাতে, বিশেষত বাংলাদেশের কৃষিতে ফোর আইআরের প্রভাব, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় আমাদের করণীয় কী? কৃষি খাতের আঙ্গিকে বলা যায়, এ প্রযুক্তি পরিবেশের ওপর ন্যূনতম প্রভাব ফেলে কম খরচে অধিক ফলন ও পুষ্টি নিশ্চিত করে। সে বিবেচনায় উন্নত বিশ্বের কৃষিব্যবস্থা চতুর্থ শিল্পবিপ্লবের পথে অনেকটা এগিয়ে গেছে, এ কথা নির্দ্বিধায় বলা যায়।

প্রতিষ্ঠাতা সম্পর্কে

কৃষি কাজের পাশাপাশি পোশাক ব্যবসায়ও জড়িত রয়েছি। কৃষির প্রতি ভালোবাসা রেখেই ২০২৩ সালে আমি এই খামারটি প্রতিষ্ঠা করি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায়, এদেশের আবহাওয়া কৃষি সম্পদ প্রতিষ্ঠান এবং এগ্রো ফার্মের জন্য বিশেষ উপযোগী। এ লক্ষ্যে নিয়ে আমি মৎস্যচাষ, গবাদি পশু ও কৃষিজাত পন্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের কাজে বিশেষ ভাবে কাজ করে যাচ্ছি।

মো: তানভীর হোসেন প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী
মোঃ তানভীর হোসেন